Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দেশের বিমানবন্দরে 'ভিআইপি' সেবা পাবেন প্রবাসীরা
বিস্তারিত

দেশের বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন, মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। এক মাসের মধ্যে এ ব্যবস্থা কার্যকর হবে। এ কথা জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ধাপে ধাপে এতে যুক্ত হবেন, ইউরোপের প্রবাসীরা। জানান, মালয়েশিয়ার শ্রমবাজারের জট খোলার চেষ্টা করবে, অন্তর্বর্তী সরকার


প্রবাসী বাংলাদেশিদের জন্য একাধিক সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রবাসীদের জন্য নতুন সুবিধা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস প্রদান করা হবে বলে ঘোষণা দিয়ে ড. আসিফ নজরুল বলেন, ‘বিমানবন্দরে কোনো অবস্থায় প্রবাসী কল্যাণ হয়রানি বরদাশত করা হবে না। প্রবাসীদেরকে ভিআইপি সার্ভিস দেয়া হবে। এর মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের হয়রানি সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়েও ইতিবাচক খবর দেন উপদেষ্টা। তিনি জানান, মালয়েশিয়ায় আবারও শ্রমিক পাঠানোর বিষয়ে যাচাইবাছাই চলছে এবং শিগগিরই এ নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হবে। শ্রমবাজার সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি প্রবাসী কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সরাসরি রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘প্রবাসীদের ১২টি বাণিজ্যিক ব্যাংক ঋণ সুবিধা দেবে। এছাড়া, সোনালী ও অগ্রণী ব্যাংকের শাখায় প্রবাসী ব্যাংকের বুথ খোলা হবে।

প্রবাসীদের সহায়তায় দূতাবাসগুলোর শক্তিশালী ভূমিকা নিশ্চিত করা হয়েছে বলে জানান ড. আসিফ নজরুল। তিনি বলেন, প্রবাসীদের অভিযোগের সমাধান বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিপোর্ট দিতে হবে। সেবামূলক কাজে ব্যর্থ কর্মকর্তাদের বদলি করা হবে।

প্রবাসীদের ওয়েজ আর্নার্স বন্ডের মাধ্যমে আরও বেশি রেমিট্যান্স পাঠানোর সুবিধা প্রদানের পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া বিদেশ গমনের জন্য সাব এজেন্টদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে পারফরমেন্সের ভিত্তিতে ক্যাটাগরিতে ভাগ করা হবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/10/2024
আর্কাইভ তারিখ
31/12/2024