মোহাম্মদ সফিকুর রহমান, সহকারী পরিচালক ( ভারপ্রাপ্ত), ডিইএমও, চাঁদপুর, তার বক্তব্যে বলেন-
নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল অভিবাসন, অবৈধ অভিবাসনের কুফল ও বৈধ অভিবাসন সংক্রান্ত প্রচার প্রচারণা জোরদার করার জন্য জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পক্ষ হতে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পরিষদে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। অভিবাসীদের স্বার্থরক্ষা, অভিবাসীদের পরিবারের কল্যাণ, অভিবাসীর সন্তানের শিক্ষাবৃত্তি প্রদান, প্রতিবন্ধি সন্তানের প্রতিবন্ধি ভাতা প্রদানসহ কার্যক্রমের উল্লেখ করেন। তিনি বলেন শির্ক্ষাথী, অভিভাবক, গন্যমান্য ব্যক্তিগনের মাধ্যমে বিদেশগামী কর্মী এবং তাদের পরিবারকে অবহিত করলে প্রতারণা হ্রাস এবং কল্যাণ নিশ্চিত করা যাবে। সহকারী পরিচালক আরো জানান, প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশ গমন করলে অধিক মজুরি ও মর্যাদা পাওয়া যায়। তিনি সকলকে বিদেশ গমনের পূর্বে প্রশিক্ষণ গ্রহণের আহবান জানান এবং বৈধ রিক্রূটিং এজেন্সির মাধ্যমে জেনে, বুজে বিদেশ গমনের পরামর্শ প্রদান করেন। অভিবাসী ও তাদের পরিবারের যে কোন সমস্যায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চাঁদপুর আন্তরিকতার সাথে দ্বায়িত্ব পালন করে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস